সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, সকাল ৫:৪ সময়
গাজীপুরে অপহরণ চক্রের মূল হোতাসহ তিন জনকে গ্রেফতার করেছে বাসন থানা পুলিশ।
রনি আহম্মেদ
গাজীপুর চান্দনা চৌরাস্তা আউট পাড়া এলাকা পদ্মা টাওয়ার থেকে বিকেল ৫.০০ টার সময় অপহরণকালে আটক করেন গাজীপুর মেট্রোপলিটনের বাসন থানার পুলিশ।
আটকৃতরা হলো, মোঃ শাহিন আলম (৩৫) সাতক্ষীরা জেলার দেবহাটা থানার মোঃ আজিহার রহমান অপহরণ চক্রের মূল হোতা শাহিন সহ আরো দুই জনকে গ্রেফতার করেছে বাসন মানের ছেলে। মোঃ সাজ্জাদ আহম্মেদ মারুফ (২৪) কুমিল্লা জেলার দাউদকান্দি থানার মোঃ আফজাল হোসেনের ছেলে। মোঃ সোহেল (২৬) শেরপুর জেলার শ্রীবর্দী থানার বিল্লালের ছেলে। তারা প্রত্যেকেই বাসন থানাধীন এলাকায় বসবাস করে।
বাসন থানার পুলিশের উপ-পরিদর্শক শাখাওয়াত ইমতিয়াজ জানান, ভালুকা থেকে প্রাইভেটকার যোগে ঢাকায় আসার পথে রাকিব নামের এক ব্যাক্তিকে অভিনব কায়দায় অপহরণ করে, অএ এলাকার পন্মা টাওয়ারের ৬ষ্ঠ তলায় জিম্মি রেখে মুঠোফোনে, অপহৃত রাকিবের আত্নীস্বজনের কাছে মোটা অংকের মুক্তিপণ দাবি করে। পরে বিষয়টি পুলিশকে জানানো হলে, বাসর থানার অফিসার ইনচার্জ এর নির্দেশে উপ পরিদর্শক শাখাওয়াত ইমতিয়াজ এর নেতৃত্বে সংগীয় ফোর্সসহ প্রযুক্তির সহায়তায় ভিকটিমকে উদ্ধারসহ অপহরণকারীদের হাতেনাতে আটক করেন।
উল্লেখ্য, ইতিপুর্বে ঢাকার উত্তরা পশ্চিম থানায় চাঁদাবাজির করার কারনে আটক হয়েছিল শাহিন ।এরপরেও অপহরণচক্রের মুলহোতা প্রতারনা করার দায়ে গাজীপুর র্যাব -১ এর কাছে আটক হয়েছিল।